গাজীপুরে হেলথকেয়ারের বনদস্যুতা : মন্ত্রণালয়ের তদন্তের নির্দেশ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকায় হেলথকেয়ার ফার্মার বাণিজ্যিক ভবন নির্মাণ ও বনভূমি দখলের ঘটনায় তদন্ত হচ্ছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জসিম উদ্দিন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরীকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয় থেকে ২৯ মে বিষয়টি আলোকিত নিউজের সম্পাদককে অবহিত করা হয়েছে।

এর আগে গত ২৭ মে আলোকিত নিউজ ডটকমে ‘গাজীপুরে বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকায় হেলথকেয়ার বেপরোয়া’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে তোলপাড়। পরে প্রতিবেদনটি মন্ত্রণালয়ের নজরে আসে।

অভিযোগ যা :

মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তার পশ্চিমে বাংলাবাজার রোডে গজারিয়া পাড়ায় হেলথকেয়ার অবস্থিত।

কারখানাটি শুরুতেই সংরক্ষিত বনের ৩৩৪ ও ৩৩৬ নং দাগের ৩০ শতাংশ জমি দখল করেছে।

মালিক নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন আরও আটটি নতুন বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন।

ফলে পরিবেশ ও প্রতিবেশ সংকটের হুমকিতে পড়ছে ভাওয়াল জাতীয় উদ্যান।

আরও খবর