গাজীপুরে বনের জমিতে ইভিন্স গ্রুপের নির্মাণ কাজ অব্যাহত
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদরের শিরিরচালায় বনের জমিতে ইভিন্স গ্রুপের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট অফিসের চোখের সামনেই চলছে এ কর্মকান্ড।
বিষয়টির ওপর গত ১৬ মে আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে তদন্তে নামে বন বিভাগ। ঘটনাস্থল পরিদর্শন করেন এসিএফ কাজী নূরুল করিম।
প্রাথমিক প্রতিবেদনে কারখানার দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
তখন বিট কর্মকর্তা নাসির উদ্দিন জানান, কারখানার লোকজন বনের জমিতে রাস্তা না করা ও ফেলে রাখা বালু সরিয়ে নেওয়ার কমিটমেন্ট করেছেন। তাদেরকে ডিমারগেশন করে কাজ করতে বলা হয়েছে।
মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পূর্ব পাশের কারখানা সম্প্রসারণের কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক কাজ করছেন। রাস্তার জন্য ফেলা সব বালুও সরিয়ে নেওয়া হয়নি।
এ ব্যাপারে বিট কর্মকর্তা বলেন, বাউন্ডারি আমি আসার আগে করা হয়েছে। এখন শেষের কাজটুকু করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইভিন্সের ভেতরে ২৫১ ও ২৫৬ নং দাগে বনের নামে গেজেটভুক্ত চার একর ৪৫ শতাংশ জমি রয়েছে। আমরা মামলা করব।
একাধিক এলাকাবাসী বলেন, দখল সম্পন্ন হয়ে গেলে মামলা করে উচ্ছেদ করা সহজ নয়। শুরুতে ব্যবস্থা না নিয়ে দখলে সুযোগ দেওয়া হয়েছে।