গাজীপুরের হামজা কেমিক্যালকে জরিমানা : উৎপাদনে নিষেধাজ্ঞা

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদরের ভবানীপুরের হামজা কেমিক্যাল কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তরের এনফোর্সমেন্ট শুনানি শেষে মালিককে এক লাখ ৮৬ হাজার ৩৩৬ টাকা জরিমানা করে।

একই সাথে কারখানাটিতে সকল ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি আলোকিত নিউজকে নিশ্চিত করেন।

এর আগে গত ৬ জানুয়ারি আলোকিত নিউজ ডটকমে কারখানাটির দূষণের ওপর একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে চুল্লির উচ্চতাপ ও দূষিত কণার প্রভাবে পাশের সরকারি আকাশমনি বাগানের গাছ মরে যাওয়া ও শব্দ দূষণের তথ্য তুলে ধরা হয়।

পরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকনের নির্দেশে ঘটনাটি তদন্ত হয়।

এরপর বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আলোকিত নিউজসহ দুটি তদন্ত প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে পাঠায়।

আরও খবর