শিশুদের বিকাশে বাবাদের সঙ্গ জরুরি : ইউনিসেফ
ডেস্ক নিউজ : জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ বিশ্ব বাবা দিবসে বহুনির্দেশক গুচ্ছ জরিপের উপাত্ত বিশ্লেষণ করেছে।
এতে ৭৪টি দেশের তিন থেকে চার বছর বয়সী শিশুর সাথে বাবারা খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকান্ডে কতটুকু জড়িত, তা পর্যালোচনা করা হয়েছে।
এর মধ্যে রয়েছে শিশুদের পড়ে শোনানো, গল্প শোনানো, শিশুকে বাইরে নিয়ে যাওয়া, খেলা করা, বিভিন্ন জিনিসের নাম ও গুনতে শেখানো এবং ছবি আঁকা।
বিশ্লেষণে দেখা যায়, বিশ্বের ৫৫ শতাংশ শিশু এসব কর্মকান্ডে বাবাদের সঙ্গ পায় না।
ইউনিসেফের গবেষণা পরিচালক লরেন্স চ্যান্ডি বলেন, ভালবাসা, খেলাধুলা, নিরাপত্তা ও পুষ্টিকর খাবার দিয়ে শিশুদের শারীরিক-মানসিক বিকাশের উপযোগী পরিবেশ দিতে হবে।