বিমানবন্দরে প্রবাসী নারীর সাহসিকতায় প্রতারক জেলে

আলোকিত প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মানিক ময়মনসিংহের ভালুকা উপজেলার কুয়াবর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

পরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ কামাল তাকে এক বছরের কারাদন্ড দেন।

বিমানবন্দর থেকে সাংবাদিক মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত আটটার দিকে বিমানবন্দরে নামেন সৌদি প্রবাসী রিতা। তিনি বিবাড়ীয়ার বিজয়নগর উপজেলার ফতেপুরে যেতে গোলচত্বরে যান।

তখন মানিক ওই এলাকায় তার শ্বশুরবাড়ি বলে পরিচয় দেন। পরে গাড়ির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাকে নিয়ে টঙ্গী যান।

সেখানে রিতার সাথে থাকা নয় হাজার টাকা কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়ার কথা বলে তিনি কৌশলে রেখে দেন। ময়মনসিংহের টিকেটের সাথে তাকে ধরিয়ে দেওয়া হয় মোড়ানো খবরের কাগজ।

এরপর রিতা কাগজ খুলে ঘটনা বুঝতে পেরে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের চেকপোস্টে গিয়ে অভিযোগ করেন।

পরে তিনি এপিবিএন পুলিশের সহায়তায় গোলচত্বরের ওভারব্রিজের পাশ থেকে মানিককে আটক করে চেকপোস্টে নিয়ে যান।

আরও খবর