গাজীপুরে ‘বন বিনষ্টকারী’ হামজা কেমিক্যালে উৎপাদন অব্যাহত

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদরের ভবানীপুরের সেই হামজা কেমিক্যাল কারখানায় উৎপাদন আবার শুরু হয়েছে।

দূষণের দায়ে গত এপ্রিলে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কারখানার মালিককে এক লাখ ৮৬ হাজার ৩৩৬ টাকা জরিমানা করে।

একই সাথে ৩০ এপ্রিলের পর থেকে কারখানাটিতে গামসহ সকল ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি কারখানায় গিয়ে দেখা যায়, কিছুদিন বন্ধ থাকার পর নিষেধাজ্ঞা অমান্য করে উৎপাদন শুরু হয়েছে। ছবি উঠালে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়। চুল্লির উচ্চতাপ ও দূষিত কণার প্রভাবে ক্ষতিগ্রস্ত পাশের সরকারি আকাশমনি বাগান হুমকির মুখে পড়েছে।

এর আগে গত ৬ জানুয়ারি আলোকিত নিউজ ডটকমে হামজা কেমিক্যালের দূষণে পৌনে ১০০ গাছ মরে যাওয়া ও শব্দ দূষণের ওপর সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকনের নির্দেশে ঘটনাটি তদন্ত হয়। বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে পাঠায়।

এরপর পরিবেশ অধিদপ্তরের টিম কারখানায় গিয়ে নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় দূষণ ধরা পড়ার পর ওই ব্যবস্থা নেওয়া হয়।

এ ব্যাপারে কারখানার ম্যানেজার আরিফের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি সাক্ষাতে কথা বলবেন বলে বিষয়টি এড়িয়ে যান।

জানতে চাইলে ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন আলোকিত নিউজকে বলেন, আমি খবর পেয়ে কারখানায় গিয়েছি। তারা আদালতের কাগজ দেখিয়েছে।

আদালতের আদেশ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তারা একটি আবেদন করেছে। এখনো আদেশ পায়নি।

আরও খবর