পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করলেন আদালত
ডেস্ক নিউজ : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শুক্রবার দুপুরে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় এ রায় ঘোষণা করা হয়।
আদালতের পাঁচ সদস্যের বেঞ্চে নেতৃত্ব দেন বিচারপতি আসিফ সাইদ খোসা।
রায় ঘোষণার সময় আদালত বলেন, নওয়াজ শরিফ পার্লামেন্ট ও আদালতের সাথে প্রতারণা করেছেন। তিনি তার দপ্তরের জন্যও উপযুক্ত বলে গণ্য হননি।
একই সাথে অর্থমন্ত্রী ইশাক দারকেও তার পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এই দুজনসহ নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম, ছেলে হাসান ও হুসেন এবং মেয়ের জামাতা ক্যাপ্টেন মোহাম্মদ সফদারের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছেন বেঞ্চ।
তাদের বিরুদ্ধে জবাবদিহিতার আদালতে ৩০ দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন আদালত।