বিচারকদের চাকরির নতুন বিধিমালা উল্টো : প্রধান বিচারপতি
আলোকিত প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত নতুন বিধিমালার খসড়া প্রসঙ্গে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, এটি উল্টো। এভাবে চলতে পারে না।
বিধিমালাটি পর্যালোচনা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চলতি সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্তে আসতে আলোচনায় বসতে বলেছেন আদালত।
রবিবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশনা দেন।
এস কে সিনহা বলেন, বিধিমালা সরকার কর্তৃক নির্ধারিত গেজেটের তারিখ থেকে কার্যকর হবে বলা আছে। অথচ মাসদার হোসেন মামলায় নির্দেশনা আছে, সুপ্রিম কোর্ট যে তারিখ থেকে কার্যকরের পরামর্শ দেবেন, সেই তারিখ থেকে কার্যকর হবে।
তিনি আরও বলেন, এটা ১৬ বছরেও হয়নি। এভাবে হলে ১৬০০ বছরেও গেজেট হবে না।
এর আগে গত বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে নতুন বিধিমালার খসড়া হস্তান্তর করেন।