কাপাসিয়া বাজারের ভেতরে অনুষ্ঠান : ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়া বাজারে শতাধিক দোকান বন্ধ করে অনুষ্ঠান করেছে এক সংগঠন।
মঙ্গলবার পুরাতন ধান বাজার গলিতে সকাল থেকে বিকেল পর্যন্ত ওই অনুষ্ঠান চলে।
এর আগে সোমবার মঞ্চ বানানোর কাজ করা হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ।
উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী বদু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. জয়নাল আবেদিন।
ব্যবসায়ীদের অভিযোগ, তাদেরকে কিছু না জানিয়ে মাঝে-মধ্যে এ ধরনের অনুষ্ঠান হয়। মঙ্গলবার সাপ্তাহিক বাজারের দিন থাকার পরও তারা ব্যবসা করতে পারেননি। কমিটিকে বারবার বললেও তা আমলে নেয় না।
একাধিক ব্যবসায়ী বলেন, যে কোন অনুষ্ঠান হওয়া উচিত আশপাশের কোন জায়গায়। যাতে ব্যবসায়ী কিংবা জনসাধারণের ভোগান্তি না হয়। রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্তাব্যক্তিদের তা বোঝা উচিত।