মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনে যুক্তরাষ্ট্রের নিন্দা
ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহীদের রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
একই সাথে উদ্বেগ প্রকাশ করে মানবিক সাহায্য কর্মীদের প্রবেশের অনুমতি দিতেও দেশটির প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার চ্যানেল আল-জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নওয়ার্ট সাংবাদিকদের বলেন, রাখাইনে গণহারে রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়া ও সহিংসতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে বড় ধরনের বাস্তুচ্যুতি ঘটেছে।