বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তা ঘোষণা

ডেস্ক নিউজ : গত দুই সপ্তাহে বাংলাদেশে দেড় লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে এসেছেন।

তারা পাহাড় অতিক্রম করে ও নদী সাঁতরে সীমান্ত পাড়ি দিয়েছেন।

বাংলাদেশের শরণার্থী শিবিরে এ পর্যন্ত আশ্রয় নিয়েছেন দুই লক্ষাধিক মানুষ।

তাদের খাবারসহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ ও সাহায্যকারী সংস্থাগুলো হিমশিম খাচ্ছে।

এ অবস্থায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মার্ক লোকক বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৭০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৫৭ কোটি ১২ লাখ টাকা।

তিনি বলেন, এই তহবিল দিয়ে প্রয়োজনীয় বাসস্থান, খাবার ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারীদের সহায়তা বেশি প্রয়োজন।

আরও খবর