দেশে উৎপাদন হবে করোনার ট্যাবলেট ‘মলনুপিরাভির’
আলোকিত প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসের চিকিৎসায় ‘মলনুপিরাভির’ ট্যাবলেটের উৎপাদনের অনুমোদন দিতে যাচ্ছে সরকার।
নতুন এই ওষুধ যুক্তরাষ্ট্রের মার্ক এন্ড রিজব্যাক বায়োথেরাপিউটিক কোম্পানি তৈরি করেছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, ইনসেপ্টা, এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, বিকন ও রেনাটাসহ ৮-১০টি কোম্পানি ট্যাবলেটটি উৎপাদনের অনুমোদন চেয়ে আবেদন করেছে। কয়েক দিনের মধ্যেই অনুমোদন দেওয়া হবে।
চার দিন আগে ওই ট্যাবলেটের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। এটি সেবন করলে করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজনীয়তা কমবে।
বিবিসির খবরে বলা হয়েছে, মলনুপিরাভির সাধারণত ফ্লুর চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে করোনা রোগীদের ক্ষেত্রে এর প্রয়োগে মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেক কমে যায়।