কিছু শরণার্থীকে ফেরত নিতে আমি প্রস্তুত : সু চি

ডেস্ক নিউজ : মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি বলেছেন, কিছু শরণার্থীকে ফেরত আনার জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করতে তিনি প্রস্তুত। যে কোন সময় তা শুরু হতে পারে।

জাপানের নিকি এশিয়ান রিভিউ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেট কাউন্সেলর সু চি এ কথা বলেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাখাইনের সংকট অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। সরকার অর্থনৈতিক সংস্কারে পদক্ষেপ নিচ্ছে।

এর আগে মুসলিম রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশে বক্তব্য দেন সু চি। তার ভূমিকায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আরও খবর