একটি জাতীয় পরিচয়পত্রে সিম রাখা যাবে ২০টি

আলোকিত প্রতিবেদক : একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন গ্রাহক এক বা একাধিক মোবাইল কোম্পানির ২০টি সিম রাখতে পারবেন।

বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিষয়টি সাংবাদিকদের জানান।

এর আগে ২০১৬ সালে জেলা প্রশাসক সম্মেলনে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে পাঁচটি সিম নিবন্ধনের ঘোষণা দেওয়া হয়েছিল।

সিদ্ধান্তটি বাস্তবায়নে মোবাইল কোম্পানিগুলোকে তাগাদা দেওয়া হলেও তাতে তেমন সাড়া পাওয়া যায়নি।

আরও খবর