রোহিঙ্গা যাচাই-বাছাইয়ে সময় নেবে মিয়ানমার

ডেস্ক নিউজ : রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমার সফরে গিয়ে অং সান সু চির সাথে বৈঠক করেন।

দেশে ফিরে তিনি বলেন, মিয়ানমারের নাগরিকদের ফেরত নেওয়ার ব্যাপারে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে রাজি হয়েছে দেশটি।

কিন্তু মিয়ানমার থেকে খবর আসছে, দেশটির সরকার রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই করার সক্ষমতা না থাকায় প্রক্রিয়া শুরু করতে সময় নেবে।

আর বাংলাদেশের কক্সবাজার জেলায় যে পরিমাণ রোহিঙ্গা এসেছে বলা হচ্ছে, সেই সংখ্যা নিয়েও তাদের মধ্যে সংশয় আছে।

মিয়ানমারের দৈনিক ইরাওয়াদির বরাত দিয়ে বিবিসি বাংলার অনলাইন প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

আরও খবর