গাজীপুরে প্রতিবন্ধী সম্পাদকের রিমাণ্ড শুনানি আজ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে দৈনিক মুক্ত সংবাদের সম্পাদক ও প্রকাশক সোহরাব হোসেনের রিমাণ্ড চেয়েছে পুলিশ।
আজ গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমাণ্ড শুনানির তারিখ নির্ধারণ হয়েছে।
এর আগে গাজীপুর ডিবির এসআই সিরাজ-উদ-দৌলাহ সাত দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করেন।
সোহরাব হোসেন একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন।
গাজীপুরের যুগ্ম ও সদর সাব-রেজিস্ট্রারের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম গত ৪ নভেম্বর তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।
এরপর তদন্ত ছাড়াই পৌর মার্কেটের কার্যালয় থেকে সোহরাব হোসেনকে গ্রেফতার করে ডিবি।
মুক্ত সংবাদে গত বছর থেকে সাব-রেজিস্ট্রারের দুর্নীতি ও সরকারকে মোটা অঙ্কের রাজস্ব ফাঁকির চিত্র তুলে ধরা হচ্ছিল।
সোহরাব হোসেনের বিরুদ্ধে মানহানির বদলে চাঁদাবাজির মামলা ও রিমাণ্ডের আবেদন করায় সাংবাদিক ও সুশীল মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।