জিম্বাবুয়ের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

ডেস্ক নিউজ : জিম্বাবুয়ের শাসন ব্যবস্থা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে (৯৩) তার নিজ বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।

বুধবার বিবিসির খবরে বলা হয়, মুগাবের দল সেনাপ্রধানের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে।

দেশটির রাজধানী হারারের বিভিন্ন সরকারি দপ্তর, পার্লামেন্ট ও আদালতে যাওয়ার রাস্তাগুলোতে সাঁজোয়া যান টহল দিচ্ছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে সরকারি টেলিভিশনে চিফ অব স্টাফ লজিস্টিক মেজর এসবি মোয়ো বিবৃতি পড়ে শোনান।

এতে তিনি বলেন, মুগাবে ও তার পরিবারের সদস্যরা নিরাপদে আছেন। আমরা তার চারপাশে থাকা অপরাধীদের বিচারের মুখোমুখি করার চেষ্টা করছি।

আরও খবর