গাজীপুরে চার্জ গঠনের ৩৯ দিনে ফাঁসির অনন্য রায়
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে স্ত্রী আনোয়ারাকে পুড়িয়ে হত্যা মামলার রায় দ্রুততম সময়ে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
রায়ে নিহতের স্বামী আয়নাল হককে (৩৫) গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আদেশ কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে তা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে কার্যকর করতে হবে।
আলোকিত নিউজের পর্যবেক্ষণে দেখা যায়, এ রায়ে সাম্প্রতিক সময়ে দ্রুত বিচার কার্য সম্পন্ন হওয়ার এক অনন্য নজির স্থাপন হয়েছে।
২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে মহানগরীর বাইমাইল পশ্চিমপাড়া এলাকার মৃত নোয়াব আলীর মেয়ে আনোয়ারা বেগমকে (৩৫) শ্বাসরোধে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
তাদের ঘরজামাই আয়নাল নিহতের প্রথম সংসারের ছেলে আনোয়ারকে সহ্য করতে না পেরে ও জমির লোভে হিংস্র হয়ে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটান।
ঘটনার রাতেই আয়নাল ও আনোয়ারার ভাই আমজাদ হোসেন আঞ্জুকে গ্রেফতার করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
এরপর ধূর্ত আয়নাল বারবার হত্যায় সহযোগী হিসেবে আঞ্জুকে জড়ান। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।
মামলাটি থানা, ডিবি, সিআইডি ও পিবিআই মিলিয়ে ছয়জন কর্মকর্তা তদন্ত করেন। সিআইডি ও পিবিআইয়ের তদন্তে আঞ্জু জড়িত না থাকার বিষয়টি ওঠে আসে।
পরে পিবিআইয়ের পরিদর্শক ওবায়দুর রহমান খান চলতি বছরের ১৩ এপ্রিল আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন।
গত ১৫ অক্টোবর অভিযুক্ত আয়নালের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে রায় ঘোষণা করেন।
অর্থাৎ চার্জ গঠনের ৩৯ দিনের মধ্যে ঘোষিত রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনরা ন্যায় বিচার প্রাপ্তিতে সন্তুষ্ট হন।
রাষ্ট্রপক্ষে পিপি হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে আবদুস সোবহানসহ তিনজন আইনজীবী মামলা পরিচালনা করেন।