কাপাসিয়ায় বিদ্যুৎ ও ভূমি অফিসের দুর্নীতি বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় কৃষকবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ কৃষক সমিতির কাপাসিয়া শাখার উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এতে পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্য ও সার-বীজ-কীটনাশকের দাম কমানো, বিএডিসি সচল, পল্লী রেশন ও শস্যবিমা চালুর দাবি জানানো হয়।
কর্মসূচিতে সিপিবি, ক্ষেতমজুর সমিতি ও উদীচীর নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
কৃষক নেতা মনজুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি নেতা জাহাঙ্গীর হোসেন, উদীচীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক ছিদ্দিক ফকির, মাতাবর রহমান, ছিদ্দিকুর রহমান, সাংবাদিক সাইদুল ইসলাম রনি, মজিবুর রহমান প্রমুখ।