আমি কাপাসিয়ার মানুষের মাঝে থাকব : সোহেল তাজ

আলোকিত প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আমি কাপাসিয়ার মানুষের মাঝে আছি, এখানেই থাকব। এ সময় তিনি রাজনীতি নিয়ে কথা বলতে চাননি।

সোহেল তাজ বলেন, নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও মানুষের জন্য কিছু করতে পারে, নীতি-আদর্শ বুকে ধারণ করে প্রত্যেকটা পদক্ষেপ নেয়, সেটাই আমার প্রত্যাশা।

সোমবার গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল তাজের বড় বোন সাংসদ সিমিন হোসেন রিমি।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লাজু শামসাদ হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকছুদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম প্রমুখ।

পরে বিকেলে উপজেলার তরগাঁও সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোহেল তাজ।

আরও খবর