২০১৫ সালে ১১০০ নারী ধর্ষণের শিকার
নিজস্ব প্রতিবেদক : ২০১৫ সালে ধর্ষণের ঘটনা আগের বছরের চেয়ে বেড়েছে।
২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চার হাজার ৪৩৬ নারী ধর্ষণসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার ৯২ নারী।
বাংলাদেশ মহিলা পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
পরিসংখ্যানটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, ধর্ষণের শিকার এক হাজার ৯২ নারীর মধ্যে ১৯৯ জনকে গণধর্ষণ এবং ৮৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয় ১৪২ নারীকে। শ্লীলতাহানির শিকার হন ১০৩ জন। যৌন নির্যাতনের শিকার হন ৬৮ নারী। যা উদ্বেগজনক।