শ্রীপুরে শহীদ সাহাব উদ্দিন স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে শহীদ সাহাব উদ্দিন স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের এই দিনে তিনি সম্মুখ যুদ্ধে শহীদ হন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় মাঠে তার সমাধির পাশে এ কর্মসূচি পালিত হয়।

ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ ফকির, সাবেক উপজেলা কমান্ডার মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ ফকির, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের এজিএস আলাউদ্দিন বাচ্চু, ইউপি মেম্বার ইসমাইল হোসেন প্রমুখ।

শ্রীপুরের ইজ্জতপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে পারুলী নদীর সেতু ধ্বংস করার সময় ৭ ডিসেম্বর ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত হানাদার বাহিনীর সাথে মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধ হয়।

এতে গুলিবিদ্ধ হয়ে খোজেখানী এলাকার বাসিন্দা ও গোসিংগা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাহাব উদ্দিন শহীদ হন।

সে সময় মুক্তিবাহিনীর প্রতিরোধে এক পাকিস্তানি সেনাসহ চার রাজাকার নিহত হন।

আরও খবর