গাজীপুরে অসহায়ের বাড়ি ভেঙে ইভিন্সের খাস দখল!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে সেই নিরীহ পরিবারের বসতভিটা ভেঙে দিয়ে খাস জমি দখল করছে ইভিন্স গ্রুপ।
এর আগে গত ১ অক্টোবর আলোকিত নিউজ ডটকমে দখলের পাঁয়তারা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের দৃষ্টিতে পড়লে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এরপর কিছুদিন তৎপরতা থেমে থাকলেও সম্প্রতি ওই জমি দখল করে স্থাপনা নির্মাণ শুরু হয়।
পরে পরিবারটি নিরুপায় হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিলেও এখন ভিটা ফিরে পেতে চেষ্টা করছে।
এলাকাবাসী বলছেন, সরকার খাস জমি প্রয়োজন হলেই নিতে পারে। কিন্তু ইভিন্স গ্রুপ দখল করে কোন আইনে?
মির্জাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লুৎফর রহমান আলোকিত নিউজকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। ১ নং খতিয়ানভুক্ত ১৩০২ নং দাগে খাস জমি তিন শতাংশ।
সরেজমিনে জানা যায়, জেলা সদরের শিরিরচালা এলাকায় শিল্প প্রতিষ্ঠান ইভিন্স গ্রুপ অবস্থিত। এর মালিক আনোয়ার-উল আলম চৌধুরী। তিনি বিজিএমইএর সাবেক সভাপতি।
শিরিরচালায় ইভিন্স গ্রুপের বিপুল পরিমাণ জমি রয়েছে। পূর্ব দিকে লাম্বার বাড়ি নামক স্থানে এগ্রো প্রজেক্ট। সেখানে কমলা বাগানের পাশে আধা বিঘা জমিতে বসবাস করতেন হোসনেয়ারা পরিবার।
অন্তত ৮০ বছর আগে থেকে ওই জমি তাদের ভোগদখলে। তার পিতা মৃত ফজলুর রহমানের সূত্রে মাটির ঘর করে তারা বসবাস করছিলেন।
গত ২২ সেপ্টেম্বর তাকে ও তার স্বামী একলাছ উদ্দিনকে কারখানার ভেতরে বাংলোতে ডেকে নিয়ে হুমকি-ধমকি দেওয়া হয়। এক পর্যায়ে হোসনেয়ারাকে থাপড় মারেন শিল্পপতি।
এ ছাড়া ইভিন্স গ্রুপ জনৈক আবদুর রহমানের মাধ্যমে তার মায়ের কাছ থেকে ১১ বিঘা জমি নিয়েছে। তখন খাস জমি জোত হয়ে গেছে প্রচার দেওয়া হয়। স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মূল্য দেওয়া হয় তিন লাখ টাকা।
অপরদিকে ভুক্তভোগী পরিবার জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করে। পরে তা হোতাপাড়া ফাঁড়িতে পাঠানো হলেও ইনচার্জ নাজমুল হক কোন ব্যবস্থা নেননি।
ছবি : মেহেদী হাসান সবুজ