বিজ্ঞাপন চ্যানেলকে আইনি সহযোগিতায় ব্রিটিশ সংস্থা

আলোকিত প্রতিবেদক : গরু চুরির সংবাদ প্রকাশের জেরে ৫৭ ধারায় মামলার শিকার বিজ্ঞাপন চ্যানেল ডটকমের এডিটর-ইন-চিফ সাইফুল ইসলাম মোল্লার পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯।

সংস্থাটি তাকে আইনগত সহযোগিতার পাশাপাশি মামলা পরিচালনার ব্যয় বহন করার কথাও জানিয়েছে।

গত ২৬ আগস্ট বিকেলে গাজীপুরের কাপাসিয়ার চরদুর্লভ খাঁ গ্রামের বর্গাচাষি আবদুল মতিনের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়।

পরে গরুটি বারিষাব ইউপি মেম্বার সুমন বেপারীর রান্নাঘর থেকে উদ্ধার করেন স্থানীয়রা।

এ নিয়ে বিজ্ঞাপন চ্যানেলসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত সুমন মেম্বার গাজীপুর আদালতে ৫৭ ধারায় মামলা করেন।

ঘটনাটি জেনে আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কর্মকর্তা আফ্রি আয়েশা গত ১০ নভেম্বর সাইফুল ইসলাম মোল্লার সাথে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আর্টিকেল ১৯ লন্ডনভিত্তিক গণমাধ্যম ও  মানবাধিকার-বিষয়ক সংস্থা। এটি ১৯৮৭ সাল থেকে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের অধিকার নিয়ে কাজ করছে।

আরও খবর