কালীগঞ্জে কীর্তনের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে নির্যাতন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে কীর্তনের চাঁদা না দেওয়ায় এক মুড়ি ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
আহত মহর চাঁন বিশ্বাস (৫৫) উপজেলার নাগরী ইউনিয়নের বরকাউ এলাকার মৃত হর মহন বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় শনিবার সকালে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মহর বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস জানান, বৃহস্পতিবার এলাকার ভূপেন মল্লিক, সুকমল বিশ্বাস ও শিপুল বিশ্বাস কীর্তনের জন্য তার বাবার কাছে সাত হাজার টাকা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা রাগ করে চলে যান।
পরে সন্ধ্যার দিকে স্থানীয় হাফিজুল ও সোহেল তার বাবাকে বাড়ি থেকে ডেকে নেন। বাজারের দক্ষিণ পাশে একটি নির্জন ঘরে পাঁচ-সাতজন মিলে তাকে গজারি কাঠ দিয়ে বেধড়ক পেটান।
অমৃত বিশ্বাস আরও জানান, এক পর্যায়ে তার মায়ের কাছ থেকে জনতা ব্যাংকের একটি ব্ল্যাংক চেক নিয়ে তার বাবাকে ছাড়া হয়। পরে তাকে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আলম চাদ বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।