কাপাসিয়ায় মানবাধিকার দিবসে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল পাঁচটায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের কাপাসিয়া শাখার উদ্যোগে এ সভা হয়।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কাপাসিয়া ইউনিট কার্যালয়ে আয়োজিত সভায় আকরাম হোসেন হিরনের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ মাসুম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল আমীন সিকদার, সংগঠনের কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চন্দ্র দাস, সত্যেন সেন একাডেমির পরিচালক জাহাঙ্গীর হোসেন, বেলাশী প্রগতি একাডেমির পরিচালক মনজুরুল হক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন শেখ, শিক্ষক সোয়েব সিকদার, মানবাধিকার কর্মী খাইরুন নাহার, সাংবাদিক আনিসুজ্জামান, সাইদুল ইসলাম রনি, শরীফ সিকদার প্রমুখ।
জাহাঙ্গীর হোসেন বলেন, পীড়িত মানুষ যাতে মানবাধিকার সংগঠনে এসে আবারও নিপীড়িত না হয়, তা খেয়াল রাখতে হবে।
নূরুল আমীন সিকদার বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে ইউএনওকে জানানো যায়।