কালীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি : টাকা-স্বর্ণালংকার লুট
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতরা এ সময় নগদ আড়াই লাখ টাকা ও ১০-১১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আলমগীর হোসেন শেখ জানান, তিনি গাজীপুর ভাড়া থেকে ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। তার ভাই দেলোয়ার হোসেন শেখ পৌর এলাকায় ভাড়া থেকে প্রাণ-আরএফএলে চাকরি করেন।
রাত সাড়ে তিনটার দিকে ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে তাঁর মা ছোলেমা বেগম ও বেড়াতে আসা বোন কোহিনূর বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে লুট করে।
ইউপি চেয়ারম্যান ফারুক মাস্টার জানান, একই রাতে ডাকাত দল কলাপাটুয়ার আলফাজ উদ্দিন খরাদীর বাড়িতে ডাকাতির চেষ্টা করে। লোকজন জেগে উঠলে ডাকাতরা খরাদীকে কুপিয়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানার এসআই নামজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমরা তদন্ত করছি।