কাপাসিয়ায় শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবি

মনজুরুল হক, কাপাসিয়া : বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের গাজীপুর শাখা বেতন স্কেল প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে নির্ধারণের দাবি জানিয়েছে।

শুক্রবার গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কাপাসিয়া ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আবেদন জানায় সংগঠনটি।

দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করতে হবে। ২০১৫ সালের অষ্টম পে-স্কেল অনুযায়ী, প্রধান শিক্ষকরা (দ্বিতীয় শ্রেণি) ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ টাকা বেতন পাচ্ছেন।

একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সহকারী শিক্ষকরা তিন ধাপ নিচে বেতন পাচ্ছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বৈষম্যের নিরসন চায় শিক্ষক মহাজোট।

জেলা শাখার আহ্বায়ক আবদুল মতিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্যসচিব শরীফুল আলম।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রধান শিক্ষক এমদাদুল হক আরমান, আশরাফুল আলম খান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ফিরোজ মিয়া, মোমতাজ উদ্দিন, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান, আতিকুর রহমান প্রমুখ।

আরও খবর