কাপাসিয়ার সেই সুমন মেম্বারের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় সুমন মেম্বারের বিরুদ্ধে গরু চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পিবিআই।

গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১১ ডিসেম্বর প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এএসআই শাহীন উদ্দিন প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার বাদী সাইফুল ইসলাম মোল্লা প্রায় দেড় বছর আগে তার পিতা আবু বক্কর সিদ্দিকের মাধ্যমে একটি ষাঁড় বাছুর ক্রয় করে চরদুর্লভখাঁ গ্রামের আবদুল মতিনের কাছে বর্গা দেন।

বিবাদী বারিষাব ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার সুমন বেপারী ও তার সহযোগীরা গত ২৬ আগস্ট বিকেলে মতিনের বাড়ি থেকে গরুটি নিয়ে যান।

পরে বাদী স্থানীয়দের নিয়ে গরু আনতে গেলে উভয় পক্ষে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন মেম্বার বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

এরপর বাদী লোকজনের উপস্থিতিতে গরুটি নিয়ে আসেন। কিছু অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে।

এ ব্যাপারে বাদীর আইনজীবী লাবীব উদ্দিন জানান, প্রতিবেদনে কিছু অস্পষ্টতা রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এসব বাদ দেওয়া প্রয়োজন ছিল।

আরও খবর