পাকিস্তানের পত্রিকায় ‘টাইগারদের প্রশংসা’
ক্রীড়া প্রতিবেদক : বিশ্ব ক্রিকেটে টাইগাররা বিশেষ স্থান অর্জন করেছে। ২০১৫ সাল ছিল সাফল্যের।
ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সেরা দশের তালিকায় স্থান পেয়েছেন তিন ক্রিকেটার।
মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও সাব্বির রহমান।
ক্রিকইনফোর বর্ষসেরা দলে স্থান পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
প্রথম বাংলাদেশি হিসেবে মুস্তাফিজুর রহমান আইসিসির ওয়ানডে বর্ষসেরা দলেও স্থান পেয়েছেন।
এবার পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের ২০১৫ সালের অর্জনগুলোর প্রশংসা করা হয়েছে।
লাহোর থেকে প্রকাশিত ডেইলি পাকিস্তান গত ২২ বছর ধরে পাকিস্তানের অন্যতম প্রধান পত্রিকা।
পত্রিকাটি নববর্ষের আগের দিন ২০১৫ সালের পাঁচটি সাফল্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, পাঁচটি অর্জনই বছরটিকে বাংলাদেশের জন্য গ্রেট করে তুলেছে।