ওসির অপসারণ দাবিতে আ.লীগের বিক্ষোভে রাবার বুলেট : আহত ১০
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী জানান, থার্টি ফার্স্ট নাইটে নগরীর কেশবপুর স্কুলের পাশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পিকনিকের আয়োজন করেন।
রাত সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানার এসআই মাহবুব ফোর্স নিয়ে সেখানে গিয়ে পিকনিক করতে নিষেধ করেন।
পিকনিক দ্রুত শেষ করা হবে বললে পুলিশ চলে যায়। কিছুক্ষণ পর আবার এসে নয়জনকে আটক করা হয়।
খবর পেয়ে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় থানায় গেলে এসআই মাহবুব ও ওসি মাহমুদুর রহমান তাকে পিটিয়ে হাজতে ঢোকান।
পরে উপজেলা আওয়ামী লীগের নেতারা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে নেতা-কর্মীরা সিএন্ডবি মোড়ে এসআই ও ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
পরে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
এতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১০ নেতা-কর্মী আহত হন।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার এ কে এম নাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।