পুলিশের নিয়োগে ভাগাভাগি হচ্ছে : ওবায়দুল কাদের
আলোকিত প্রতিবেদক : সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমপি-মন্ত্রীরা তাদের এলাকায় নিজেদের পছন্দের ওসি-এসপি চান কেন? ওসি-এসপিরা আমাদের কথা শুনেন না এ জন্য।
তিনি বলেন, রাজনৈতিক নেতারা সঠিক পথে থাকলে পুলিশও ঠিক হয়ে যেত। তারা চাঁদাবাজি বন্ধ করলে পুলিশের চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে।
মন্ত্রী বলেন, পুলিশের কোয়ালিটি কীভাবে বাড়বে? প্রতি বছরই নিয়োগে ভাগাভাগি হচ্ছে। অমুক জেলায় পাঁচজন এমপির দিতে হবে, তমুক জেলায় পাঁচজন। এভাবে উনারাও ভাগ নেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইজিপি এ কে এম শহীদুল হক, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রমুখ।