নতুন ভোটার ৪৩ লাখ ৬৮ হাজার
নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ২০১৫ সালের হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন।
শনিবার নির্বাচন কমিশন এ তথ্য জানায়।
তালিকা অনুযায়ী, এবার ভোটার বৃদ্ধির হার ৪.৫ শতাংশ।
বর্তমানে ভোটার আছেন নয় কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন।
খসড়া তালিকায় নতুন ভোটারের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন এবং নারী ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন।
হালনাগাদে সাত লাখ ৩৫ হাজার ৮৭১ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
নাম-ঠিকানায় ভোটারদের আপত্তি থাকলে আবেদন করার শেষ সময় ১৭ জানুয়ারি।
দাবি নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।