২০১৮ সালের শেষ দিকে নির্বাচনকালীন সরকার : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী ২০১৮ সালের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।

নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে ও দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোন কোন মহল নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করতে পারে। নির্বাচন বর্জন করে আন্দোলনের নামে জানমালের ক্ষতি জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৪৭ বছর পার হতে চলেছে। আমরা আর দরিদ্র হিসেবে পরিচিত হতে চাই না। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই।

আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও খবর