খালেদাসহ ৬ জনের দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি
আলোকিত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি।
অপর আসামিরা হলেন তারেক রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগিনা মমিনুর রহমান।
বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান এ তারিখ নির্ধারণ করেন।
দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়াসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
আর আসামি পক্ষের আইনজীবী আবদুর রেজাক খান মামলাটিকে সাজানো দাবি করে খালেদা জিয়ার খালাস চান।
আদালত সূত্র জানায়, দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক মামলাটি দায়ের করে। মামলার শুরু থেকেই কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।