‘আদালতের কর্মকর্তা-কর্মচারীদের বড় অংশ দুর্নীতিতে জড়িত’
আলোকিত প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আদালতের দুর্নীতির চিত্র তুলে ধরেছেন।
রবিবার নবনিযুক্ত প্রধান বিচারপতিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা নানা তথ্য তুলে ধরেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চ সমন্ধে যেসব আলোচনা হয়, তা এখানে প্রকাশ করার মত নয়। দেখা যায় চার বছর আগের মামলা লিস্টে বহাল আছে, অথচ দুই মাস আগের মামলার চূড়ান্ত শুনানি হয়ে যাচ্ছে।
তিনি বলেন, আদালতের কিছু অসাধু কর্মচারী মামলা নিচ থেকে উঠানোর কাজ করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। কিছু মামলা শুনানি করা যাচ্ছে না। আবার কিছু মামলা শুনানি হয়ে যাচ্ছে রকেট গতিতে।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশ দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। যারা এখনো সৎ আছেন, এভাবে চলতে থাকলে তাদের পক্ষেও সততা বজায় রাখা কঠিন হবে।