মিস ক্রিমিনাল ও ৫ বিশ্ব সুন্দরী
বিনোদন ডেস্ক : ২০১৫ সালে বিশ্বে সুন্দরী প্রতিযোগিতায় বেশ কয়েকজন সেরা সুন্দরীর মুকুট পড়েছেন।
৪২ বছর পর সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে ইরাকও আলোচনায় এসেছে।
সুন্দরী প্রতিযোগিতায় আকর্ষণ ও বুদ্ধিমত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মিস ওয়ার্ল্ড :
চীনের হাইনান প্রদেশে গত ১৯ ডিসেম্বর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা হয়। এতে বিশ্ব সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন স্পেনের মিরাইয়া লালাগুনা।
মিস ইউনিভার্স :
গত ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাসভেগাসে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। এতে বিজয়ীর মুকুট পড়েন ফিলিপাইনের পিয়া আলোনজো।
মিস ইরাক :
ইরাকের রাজধানী বাগদাদে গত ২০ ডিসেম্বর ‘মিস ইরাক বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ‘মিস ইরাক’ নির্বাচিত হয়েছেন ২০ বছর বয়সী শায়মা কাশিম।
মিস ক্রিমিনাল :
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের কারাগারে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ‘মিস ক্রিমিনাল’ নির্বাচিত হয়েছেন ২৭ বছর বয়সী মিশেল নেরি র্যাঞ্জেল। তিনি ডাকাতি মামলায় ৩৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
মিস আরব ওয়ার্ল্ড :
ডিসেম্বরে মিসরে আয়োজিত হয়েছে আরব বিশ্বের সুন্দরীদের প্রতিযোগিতা ‘মিস আরব ওয়ার্ল্ড’। এতে সেরা সুন্দরীর মুকুট জিতেছেন ২২ বছর বয়সী মরক্কোর নাসরিন নওবির।
মিস হুইলচেয়ার :
ভারতের ব্যাঙ্গালুরুতে শারীরিক প্রতিবন্ধী নারীদের নিয়ে ডিসেম্বরে ‘মিস হুইলচেয়ার’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সেরা সুন্দরীর খেতাব জিতেন নয়াদিল্লির প্রিয়া ভারগাব।