ভূমিকম্পে বাংলাদেশে নিহত ৩ : আহত ৩০
নিজস্ব প্রতিবেদক : ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে বাংলাদেশও কেঁপেছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।
সোমবার ভোর পাঁচটা সাত মিনিটে সারা দেশে ভূকম্পন অনুভূত হয়।
ভারতে ভূকম্পন অনুভূত হয় ভোর চারটা ৩৫ মিনিটে।
টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের খবরে বলা হয়, ভারতে এ পর্যন্ত ছয়জন মারা গেছে। আহত হয়েছে প্রায় ১০০।
এদিকে ঢাকার পূর্ব জুরাইনে আতিকুর রহমান নামের একজন আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রাজশাহী ও লালমনিরহাটে মারা গেছেন আরও দুজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীসহ আহত হয়েছেন ৩০ জন।
রাজারবাগ পুলিশ ব্যারাকের দোতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন পুলিশ সদস্য সোহানুর রহমান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।