গাজীপুরে ৩০ কোটি টাকার বনভূমি উদ্ধার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে পাঁচ একর ৮১ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) জহির উদ্দিন আকনের নির্দেশনায় বিকেবাড়ী বিট অফিস তা উদ্ধার করে।
ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেমের উপস্থিতিতে বিট কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম উদ্ধার কাজ সম্পন্ন করেন।
বিট কর্মকর্তা আলোকিত নিউজকে জানান, ডগরী রোডের বিশিয়া কুড়িবাড়ী মৌজার ৭৭৫ নং দাগের বনভূমি পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি কাজী গোলাম রহমান দখল করে রেখেছিলেন।
গত শনিবার সার্ভেয়ার নিয়ে মাপজোখ করে তার সীমানা প্রাচীরের ভেতর থেকে পাঁচ একর ৮১ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়।
পরে ১০টি পিলার পুঁতে সীমানা চিহ্নিত করা হয়। তাতে ১০ শতাংশ করে ২০ শতাংশ আয়তনের দুটি পুকুর ও একটি পাকা স্থাপনার ২৫ ভাগ অংশও রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া বনভূমিতে শাল কপিচ ব্যবস্থাপনা ও বনায়ন কার্যক্রম গ্রহণ করা হবে।