‘বুলডোজার দিয়ে রোহিঙ্গা গ্রামগুলো ধ্বংস করছে মিয়ানমার’

ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে জনশূন্য হওয়া রোহিঙ্গা গ্রামগুলো বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কৌশলে রোহিঙ্গা নির্যাতনের আলামত নষ্টের এ তথ্য তুলে ধরেছে।

গত বছরের শেষ থেকে এ পর্যন্ত উত্তর রাখাইনে অন্তত ৫৫টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে স্যাটেলাইট ছবি বিশ্লেষণে ধরা পড়েছে।

তবে মিয়ানমার দাবি করছে, সংঘাতে ক্ষতিগ্রস্ত রাখাইন রাজ্য পুনর্গঠনের অংশ হিসেবে এসব গ্রাম নতুন করে গড়ে তোলা হচ্ছে।

এদিকে শুক্রবার ইউনিসেফ এক প্রতিবেদনে বলেছে, মিয়ানমার ও বাংলাদেশে থাকা সাত লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু ভয়াবহ ঝুঁকিতে রয়েছে।

আরও খবর