গাজীপুরে গ্রিনটেক রিসোর্টে বন বিভাগের অভিযান

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের গ্রিনটেক রিসোর্টে অভিযান চালিয়েছে বন বিভাগ।

বুধবার ভাওয়াল রেঞ্জের বারইপাড়া বিটের পিঙ্গাইল এলাকার রিসোর্টটিতে অভিযান চালানো হয়।

এ সময় গজারি বনের ভেতরে ফেলা বর্জ্য অপসারণ এবং বন উজাড় করে রোপণকৃত কলাগাছ ও বাঁশ কেটে দখলমুক্ত করা হয়।

এর আগে বিষয়টির ওপর গত ২৬ ফেব্রুয়ারি আলোকিত নিউজ ডটকমে ‘গাজীপুরে গাছ কেটে গ্রিনটেকের বন উজাড়’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পরে তৎপর হয় বন বিভাগ। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকনের নির্দেশনায় এসিএফ কাজী নূরুল করিম অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে সাথে থাকা জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম রাতে আলোকিত নিউজকে বলেন, অভিযান মোটামুটি সম্পন্ন হয়েছে। বিট কর্মকর্তাকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রিনটেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলমান আছে। বন উজাড়ের বিষয়ে মামলা করা হবে।

ঘটনা যা : গ্রিনটেক রিসোর্টের মূল গেটের রাস্তা ও উত্তর দিকের প্রায় এক হাজার ফুট পাকা রাস্তা বনের জমি দখল করে করা হয়েছে।

পূর্ব পাশে গাছ কেটে প্রায় দেড় বিঘা বন উজাড় করা হয়েছে। বনের ভেতরে বর্জ্য ফেলার পাশাপাশি পাঁচটি সেপটিক ট্যাংকিও করা হয়েছে।

উত্তর ও দক্ষিণ পাশে প্রাচীর ঘেঁষে বর্জ্য ফেলায় ক্রমান্বয়ে মরছে গাছ। উত্তর পাশে রিসোর্টের দুই অংশের মাঝে থাকা বনের কপিচগুলো কেটে ফেলা হচ্ছে।

এ ছাড়া রিসোর্টের ভেতরেও জবর দখল আছে। তাদের বর্জ্যে মাটি ও পরিবেশ দূষণের পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

আরও খবর