মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘প্রিয়তমা’
প্রিয়তমা
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
প্রিয়তমা
তোমার হৃদয় গহিনে
তপ্ত রক্ত কণিকায় ভাবো একাচিত্ত মনে
আমি থাকি তোমায় হতে অনেক দূরে।
আমার হৃদয় ভেঙে অতল মনে
রক্তধারার স্রোত বুকে এসে ধাক্কা লাগে
তোমার চাপা অনুভূতি আমার কানে বাজে।
প্রিয়তমা
তোমার স্পর্শ আমাকে জাগ্রত করে
ভাবনার ডালপালা চারদিকে গজে
তুমি আছ বলে আমি বসুন্ধরার সবুজে
বেঁচে থাকব তোমারই পাশে।
তোমার হৃদয়ে আছে শ্রেষ্ঠতা
ভালবাসি সেই মনের মনতায়
শেষ দিনে থেকো আমার পাশে
তোমার মুখটি দেখে যেন মরতে পারি হেসে।
প্রিয়তমা
বন্ধন আমার বাম পাঁজরে
তাই তো খুঁজে নিয়েছি বসুন্ধরার মাঝে
শাহজাহান তার সুদূর সৃষ্টি তাজমহল
মমতাজ তার প্রেমের আলিঙ্গন
কেড়ে নিয়ে অভুক্তের আহার
নির্মাণ করলেন তাজমহল।
আমি তোমার প্রেমের আলিঙ্গন
তোমার প্রেমে কারও ভালবাসা
নিব না কেড়ে।
আমি তোমার নামে করব না তৈরি
ভালবাসার স্মৃতিসৌধ
মনের মাঝে করেছি
তোমার ভালবাসার মহল।