কাপাসিয়ার বড়চালা মাদ্রাসায় ৪ শিক্ষকের জালিয়াতি ধামাচাপা!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার বড়চালা আমির উদ্দিন দাখিল মাদ্রাসায় চার শিক্ষক নিয়োগে জালিয়াতির ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে।
বিষয়টির ওপর গত বছরের ২৭ এপ্রিল আলোকিত নিউজ ডটকমে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়।
এ নিয়ে চলে তোলপাড়। পরে সংশ্লিষ্ট মহলে টাকা খরচ করে তা ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, উপজেলার টোক ইউনিয়নের বড়চালা এলাকায় ওই মাদ্রাসা অবস্থিত। মাদ্রাসাটিতে সুপারের স্বেচ্ছাচারিতায় নানা অনিয়ম ও দুর্নীতি বাসা বেঁধেছে।
তার নেতৃত্বে জাল নিবন্ধন ও সনদে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এতে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ।
অভিযুক্তরা হলেন কম্পিউটার শিক্ষক ইব্রাহিম খলিল, সমাজ শিক্ষক বিলকিস বেগম, রুবেল আহম্মেদ ও কৃষি শিক্ষক কানিজ ফাতেমা।
এর মধ্যে ২০১১ সালে নিয়োগ পাওয়া ইব্রাহিম খলিল এবং ২০১৩ সালে নিয়োগ পাওয়া বিলকিস বেগম ও কানিজ ফাতেমার নিবন্ধন জাল।
আর ২০১৪ সালে নিয়োগ পাওয়া রুবেল আহম্মেদের বিএড কোর্সের সনদও জাল ছিল। পরে পরীক্ষা দিয়ে সনদ জমা দেন। তবে জাল সনদেই তিনি বিএড স্কেল মঞ্জুর করান।
এ ছাড়া রুবেল আহম্মেদ নারী কেলেঙ্কারিতে বরখাস্ত হয়ে সম্প্রতি বহাল হয়েছেন। ঘাগটিয়াচালার ব্যক্তি মালিকানাধীন রেজাউল হক মহিলা কলেজেও তার নিয়োগ রয়েছে।
তাদের মধ্যে বিলকিস বেগম নিবন্ধন না থাকার কথা আলোকিত নিউজের কাছে স্বীকার করেছেন।
জানতে চাইলে সুপার আকবর আলী শেখ উত্তেজিত হয়ে বলেন, আপনি যা পারেন করেন।