মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘নির্বাচন’

নির্বাচন

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

ভোটের উৎস জনগণ
আসছে যখন নির্বাচন
প্রতিনিধি হওয়ার ভিড়ে
চলছে ছুটে গাঁও-গ্রামে।
অনেক আছে উপঢৌকন
মূল্যবান জামানত
আছে আরও পান-বিড়ি-সিগারেট
ভোট যে দিবে নেশার দামে
ভাবছে এখন কিছু প্রজা
আবাল-বৃদ্ধ-তরুণ সব
চায়ের দোকানে দলে দলে করছে গপ।
জনগণ তার নিজ কর্ম ভুলে
ঘুরছে তারা প্রার্থীর পিছে
প্রার্থী আছে ভূরি ভূরি
ঘুরে ঘুরে বলছে তারা
ফকির-মিছকিন-সম্পদবান
সবার হাত ধরছে চেপে
ভোটটি আমায় দিবে মেপে
বিজয়ের মালা নিতে
আসব আমি জনগণের পাশে।
সেই হতে ব্যস্ত হব
জনগণের ত্রাণ আনতে
কাজের ভিড়ে গরিব-দুঃখী পাবে না খুঁজে
ভোটের মৌসুম চলে গেলে
থাকব আমি দূরে দূরে।
নির্বাচন নির্বাচন আসল
এবার ভোট দিবে কার ব্যালটে
যোগ্য প্রার্থী যোগ্য ব্যক্তি
ভোট দাও তার ব্যালটে।

আরও খবর