মুক্তিযুদ্ধে কার কী অবদান জানতে হবে : রাষ্ট্রপতি

আলোকিত প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মুক্তিযুদ্ধে কার কী অবদান, তা আমাদের পরিপূর্ণভাবে জানতে হবে। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মকে বিকৃত ইতিহাস শিক্ষা দেওয়ার যারা অপচেষ্টা করছে, তারা সবকিছু জেনে-শুনেই করেছে।

তিনি বলেন, তারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভয় পায় বলেই এসব করছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখনো ৭১-এ তাদের পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি।

রাষ্ট্রপতি বলেন, দেশ ও জাতির স্বার্থে তাদের যে কোন ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং গণতান্ত্রিক চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে।

সোমবার বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের বীর ও শহীদদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার হারুন-অর রশীদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরও খবর