মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘স্বাধীনতা’

স্বাধীনতা

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

স্বাধীনতা তুমি
১৯৪৮ সাল হতে ১৯৭১ সাল
বাঙালি জাতির গণ-আন্দোলন।
স্বাধীনতা তুমি
৭ মার্চের অগ্নিঝরা ভাষণ।
স্বাধীনতা তুমি
২৫ মার্চের পাকি তান্ডবের কালরাত্রি।
স্বাধীনতা তুমি
বুদ্ধিজীবী ও নিরীহ মানুষের নির্মম মৃত্যু।
স্বাধীনতা তুমি
পাক বাহিনীর ছোড়া বুলেটের মুখোমুখি যুদ্ধ।
স্বাধীনতা তুমি
শেখ মুজিবের হাতে পরানো হ্যান্ডকাপ।
স্বাধীনতা তুমি
দেশবিরোধী পাকি মিত্রদের কালো হাতের

বিরুদ্ধে বাঙালি জাতির দুর্বার প্রতিরোধ।
স্বাধীনতা তুমি
রক্তে ভেজা বাংলার মাটি।
স্বাধীনতা তুমি
মায়ের চোখের নোনাজল।
স্বাধীনতা তুমি
ছেলে হারানো মায়ের আঁচল।
স্বাধীনতা তুমি
রাস্তার পাশে বসে চেয়ে আছে মা
আসবে ফিরে ছেলে মায়ের অজানা কল্পনায়।
স্বাধীনতা তুমি
৩০ লাখ বাঙালির বুকের তাজা রক্তের ফসল।
স্বাধীনতা তুমি
মুক্ত আকাশের নিচে বাংলার মুক্তভূমি।

আরও খবর