আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সব মানুষ উন্নত জীবন পাবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তোমরা লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হবে। আমরা যেখানে রেখে যাব, তোমরা সেখান থেকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে নিয়ে আসাই আমাদের লক্ষ্য ছিল। আমরা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছি। আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব।

সোমবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

আরও খবর