গাজীপুরে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপিত
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
এরপর রাজবাড়িতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ বরকত স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত।
শিশু-কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে ও কুচকাওয়াজ।
একজন বীর উত্তম ও শহীদদের কবর জিয়ারত এবং বঙ্গতাজ অডিটরিয়ামে জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে প্রীতি ফুটবল ম্যাচে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এতে দুই পক্ষে ১১ জন করে ২২ জনের বদলে দুই শতাধিক খেলোয়াড় এক সাথে মাঠে নামেন।
জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, খেলায় ৩০০ জনকে গেঞ্জি ও প্রত্যেকটি অনুষ্ঠানে প্রতীকী উপহার দেওয়া হয়েছে।
এর আগে ২৫ মার্চ সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও রাতে এক মিনিট আলো নিভিয়ে শহীদদের স্মরণ করা হয়।