৬৪ জন মানুষ হত্যা কী গণতন্ত্রের জন্য : খালেদাকে সৈয়দ আশরাফ
নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারি উপলক্ষে সমাবেশ করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের পাশে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, গত বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনি ৬৪ জন মানুষকে হত্যা করলেন। গাড়ি পোড়ালেন ৭০০। অর্থনৈতিক ক্ষতি হল। এমনকি এসএসসি পরীক্ষা পর্যন্ত বন্ধ করলেন। কিসের জন্য, গণতন্ত্রের জন্য?
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আসুন দেশকে আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাই। নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সে নির্বাচনে একটি প্রাণ হত্যা করার প্রয়োজন হবে না। জননেত্রী সেই গণতন্ত্রে বিশ্বাস করেন। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা দেশকে আরও শক্তিশালী করব।
তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য মানুষ হত্যা করতে হয় না। আপনি বাংলাদেশকে অকার্যকর করতে চান। যাতে আমরা দেশকে এগিয়ে নিতে না পারি। এ জন্য আপনি রক্তের হোলি খেলা খেলেছিলেন। মানুষ আপনার অপকর্ম কোন দিন ভুলে যাবে না।