হাতিরঝিলের ‘ক্যান্সার’ ভাঙতে সময় এক বছর
আলোকিত প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলের অবৈধ বিজিএমইএ ভবন ভাঙতে এক বছর সময় দেওয়া হয়েছে।
২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত অর্থাৎ এক বছর ১০ দিন সময় পেল পোশাক মালিকদের এই সংগঠন।
ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না-এমন মুচলেকা দেওয়ায় আদালত বিজিএমইএ কর্তৃপক্ষকে সময় দেন।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
দৃষ্টিনন্দন লেক হাতিরঝিলের বুকে রাজউকের অনুমোদন ছাড়াই গড়ে ওঠে ১৬ তলাবিশিষ্ট বিজিএমইএ ভবন।
পরে রিট করা হলে ২০১০ সালের ৩ এপ্রিল ভবনটিকে একটি ক্যান্সার বলে আখ্যায়িত করেন হাইকোর্ট।